শারদোৎসব মানেই এখন ‘পুজোর রাজ্যে শহর থিমময়’। কিন্তু এই থিমের লড়াইয়ের মধ্যে পড়েও যেসব পুজোগুলি নিজেদের সাবেকিয়ানা ধরে রেখেছে, তাদের মধ্যে অন্যতম মধ্য কলকাতার কলেজ স্কোয়্যারের পুজো। আজও নিজের সনাতনি ঐতিহ্য, সাবেকিয়ানা থেকে এতটুকু সরে আসেনি কলেজ স্কোয়্যার সর্বজনীন। কিন্তু হালফিলের থিমের ঝলকানিতেও সনাতনী জৌলুস এতটুকু কমেনি ৭২ বছরের এই পুজোর।
থিমের সঙ্গে কোনও সম্পর্ক না থাকলেও সুবিশাল মণ্ডপ, সুসজ্জিতা মাতৃপ্রতিমা এবং বিশাল ঝাড়বাতি প্রতিবছরই এখানকার প্রধান আকর্ষণ হয়ে থাকে। সেইসঙ্গে রয়েছে এখানকার জলাশয়ের ওপর আলোর খেলা। যার ফলে প্রতি বছরই পুজোর ক’দিন দর্শনার্থীদের ঢল নামে কলেজ স্কোয়্যারে। কলকাতার পাশাপাশি জেলা থেকেও কাতারে কাতারে মানুষ হাজির হন এই পুজো দেখতে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। এবার ৭২ তম বর্ষে কলেজ স্কোয়্যারে মাথা তুলেছে জয়পুরের উধম মহারাজের বাড়ি উধম ভবন। যা দেখতে কাতারে কাতারে ভিড় করছে মানুষ।
আলোতেও বরাবরই নতুন কিছু করা হয়। এ বছর যেমন আলোয় ফুটে উঠেছে মহাকাশ অভিযান। এছাড়া বাচ্চাদের জন্য আলো দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে হাঁস ও আরও নানা রকমের পাখি। সবমিলিয়ে জয়পুরের উধম ভবন ও জলাশয়ের পাড় জুড়ে আলোর রোশনাই দেখতে দূর দূর থেকে কলেজ স্কোয়্যারে এসে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।