মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলে থাকেন, ‘এগিয়ে বাংলা’। এ কথা মোটেও ভ্রান্ত নয়। কারণ বিগত ৮ বছরে মমতার নেতৃত্বে একদিকে কন্যাশ্রী, উৎকর্ষ বাংলা, সবুজসাথীর মতো প্রকল্পগুলি যেমন পেয়েছে আন্তর্জাতিক সাফল্য, তেমনি কেন্দ্রীয় রিপোর্টে ১০০ দিনের কাজে পরপর তিনবার রাজ্যের মুকুটে উঠেছে সেরার শিরোপা। পঞ্চায়েত-গ্রামোন্নয়ন এবং রেশন ব্যবস্থাতেও সারা দেশের কাছে এ রাজ্য হয়ে উঠেছে রোল মডেল। কেন্দ্রীয় পরিসংখ্যানে এ তথ্যও উঠে এসেছে যে কর্মসংস্থান বৃদ্ধিতেও এগিয়ে মমতার রাজ্যই। এবার বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের সময় এল আরেক সুখবর৷ স্বচ্ছতার নিরিখে দেশের সেরা শহরতলির রেল স্টেশনের তালিকায় পাঁচ নম্বরে জায়গা করে নিল রাজ্যের সাঁতরাগাছি স্টেশন৷
বুধবার মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকীতে রেল মন্ত্রকের তরফে প্রকাশিত তালিকার পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ পূর্ব রেলের আওতাধীন সাঁতরাগাছি রেল স্টেশন৷ হাওড়া স্টেশনের কাছেই অবস্থিত এই স্টেশনের স্বচ্ছ পরিবেশ রেল কর্তাদের প্রশংসা পেয়েছে এবং সর্বভারতীয় স্বচ্ছতা সমীক্ষায় স্টেশনটি পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে৷ এই তালিকায় সেরার স্থান পেয়েছে আন্ধেরি৷ দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্রের বিরার স্টেশন, তৃতীয় স্থানে আছে আসামের নওগাঁ স্টেশন৷ ২০১৬ সাল থেকে চলে আসা এই বার্ষিক স্বচ্ছতা সমীক্ষায় গত বারের তুলনায় স্বচ্ছতার নিরিখে যে স্টেশনগুলির গুণগত মান উন্নত হয়েছে, তার মধ্যে রয়েছে নিউ ফরাক্কা স্টেশনটি৷