উৎসবের মরশুম। তার মধ্যেই আতঙ্ক দিল্লীতে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি সতর্কবার্তা জারি করে জানিয়েছে, পাক মদতপুষ্ট জইশ–ই–মহম্মদের অন্তত চারজন সক্রিয় জঙ্গী দিল্লীতে ঢুকে পড়েছে। গোয়েন্দাদের দাবি, রাজধানীতে হামলা চালানোর ছক কষছে জঙ্গী সংগঠন জৈশ–ই–মহম্মদ। গোয়েন্দা রিপোর্টে উল্লেখ, জঙ্গীদের কাছে রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র।
দিল্লী পুলিশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড আগেই জানতে পেরেছিল নবরাত্রির মধ্যেই দিল্লীতে বড়সড় নাশকতা হতে পারে। তারপরই ১৫টি জেলার পুলিশ আধিকারিকদের সতর্কবার্তা পাঠানো হয়। এলাকার নিরাপত্তার বিষয়ে আরও নজর রাখার কথাও বলা হয় পুলিশ আধিকারিকদের। নাকা তল্লাশির নির্দেশও দেওয়া হয়েছে। সেইমতো নবরাত্রির মধ্যে রাজধানীকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।