মমতা বন্দ্যোপাধ্যায়কেই নজির হিসাবে তুলে ধরে দলের নেতা-কর্মীদের উদ্বুদ্ধ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট বললেন, ‘সিপিএমের আমলে বহুবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা হয়েছে। তাঁর মতো মার কতজন খেয়েছেন’?
বিজেপি নেতারা মাঝে মাঝেই বলে থাকেন, নির্বাচনকে কেন্দ্র করে গেরুয়া শিবিরের ৮০ কর্মী মারা গেছেন। হামলা বা মার খাওয়ার ঘটনা অসংখ্য। অমিত শাহ মনে করেন, ‘যাঁরা বিরোধী শিবিরে থাকেন, নেতাদের থেকে তাঁদের কর্মীদের ওপর নির্যাতনের ঘটনা অনেক বেশি হয়। এখন এখানেও তাই হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকার সময় তাঁকে বহুবার এমন ঘটনার শিকার হতে হয়েছে। তিনি সামনে থেকে এসব ঘটনার মোকাবিলা করেছেন। এখানে বিজেপি-র ওপর হামলা হচ্ছে বলে প্রচুর অভিযোগ রয়েছে। কিন্তু সে সব শুনে বা জেনে তাঁরা যেন ভয় পেয়ে পিছিয়ে না যান। তাঁরাও মমতার মতো সামনে এসে ঘটনার মোকাবিলা করুন।’
মমতা বন্দ্যোপাধ্যায়কে আদর্শ মেনে রাজ্য বিজেপি নেতারাও নিজেদের চাঙ্গা করছেন। দলের নীচুতলার কর্মীদের কাছে এই বার্তা পৌঁছে দেবেন বলেও অঙ্গীকার করেছেন তাঁরা। তাঁদের কথায়, ‘আমরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, কর্মীদের পাশে থাকব, পেছনে নয়’।