চাকদহ সিংহের বাগানে সংহতি সঙ্ঘের পুজো উদ্বোধন করলেন বাংলার মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে এসে রাজীব হিংসার প্রবণতা বর্জন করে সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
রাজীব আরও বলেন, “ মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে এক শ্রেণীর মানুষ। এই বিভেদ বাংলায় কোনও দিন ছিল না আজও নেই। আর যারা এটা করতে চাইছে মানুষ তাঁদের বর্জন করবে। মানুষ বাংলার শান্তি নষ্টের এই অপচেষ্টা কিছুতেই সফল হতে দেবেন না”।
এদিন রাজীব বলেন, “ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার মানুষের কাছে আবেদন করছেন এক এমন বাংলা গড়ে তোলার যেখানে থাকবে না কোনও ভেদাভেদ। সবার মধ্যে একতা থাকবে। পুজো সবার তাই সবাই মিলেই আনন্দ করব”।