২০০ রান থেকে মাত্র ২৪ রান দূরে থেকে ফিরে এসেছিলেন রোহিত শর্মা। তবে আরেক ওপেনার মায়াঙ্ক আগরওয়াল প্রথম ইনিংসেই দ্বি শতরান করেছেন। মূলত এদের দুজনের দাপটেই বিশাখাপত্তনমে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে বিরাট কোহালির দল। ৭ উইকেটে ৫০২ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল টিম ইন্ডিয়া।
জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। স্কোরবোর্ডে উঠেছে ৩৯ রান। ক্রিজে আছেন ডিন এলগার (২৭) ও বাভুমা (২)। ফিরে গিয়েছেন মার্করাম (৫), ডি ব্রুইন (৪) ও নৈশপ্রহরী পিয়েডট (০)। প্রথম দু’জনকে ফিরিয়েছেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এর মধ্যে ব্রুইনের ক্যাচ অসামান্য দক্ষতায় নেন ঋদ্ধিমান সাহা। শেষ উইকেট নিয়েছেন বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাডেজা। এখনও ৪৬৩ রানে পিছিয়ে প্রোটিয়ারা। বাকি তিন দিন। টেস্ট বাঁচানোর কাজ কিন্তু সহজ হবে না সফরকারী দলের।
সকালে রোহিত শর্মার অসম্পূর্ণ কাজ দুপুরে মায়াঙ্ক আগরওয়াল সম্পূর্ণ করেন। বৃহস্পতিবার তিনি টেস্ট কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করলেন দাপটের সঙ্গে। তাঁর দ্বিশতরান এল ৩৫৮ বলে। তার কিছুক্ষণ পরেই তিনি অবশ্য ফিরলেন ২১৫ রানে। তাঁর ৩৭১ বলের ইনিংসে রয়েছে ২৩টি চার ও ছয়টি ছয়।
ভারত শেষ পর্যন্ত ৭ উইকেটে ৫০২ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করল। রোহিত ও মায়াঙ্ক ছাড়া কেউই বড় রান পাননি। চেতেশ্বর পূজারা (৬), অধিনায়ক বিরাট কোহালি (২০), অজিঙ্ক রাহানে (১৫), রবীন্দ্র হনুমা বিহারী (১০), ঋদ্ধিমান সাহা (২১) ফিরলেন পরপর। রবীন্দ্র জাডেজা অপরাজিত ৩০ ও রবিচন্দ্রন অশ্বিন অপরাজিত ১ রানে উইকেটে ছিলেন শেষ পর্যন্ত। তবে সেখানেই ইনিংস ডিক্লেয়ার করে দেন ক্যাপ্টেন বিরাট কোহলি।