মহাত্মা গান্ধীর সার্ধশতবর্ষ উপলক্ষ্যে রাজ্য সরকার আয়োজিত অনুষ্ঠানে বিজেপি নেতাদের বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মেয়ো রোডের ওই অনুষ্ঠানে মমতা সাফ বলেন, ‘উপদেশ দেওয়ার ক্ষমতা সবার থাকে না’।
গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এদিন সকাল থেকেই রাজ্য জুড়ে চলছে নানা অনুষ্ঠান। মেয়ো রোডের ওই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভারতে নতুন করে উপদেশ দেওয়ার মতো নেতার দরকার নেই। উপদেশ তাঁরাই দিতে পারেন যারা সেটার যোগ্য। এই দেশ গান্ধীজির আদর্শে বিশ্বাসী। গান্ধীজি সবসময় সম্প্রীতির বার্তা দিয়েছেন, সকলকে একসঙ্গে চলতে শিখিয়েছেন। সর্বধর্ম সমন্ময়ের কথা বলেছেন তিনি। তাঁর মূল কথাই ছিল অহিংসা। বিশ্বে যেসব ব্যক্তিরা বিখ্যাত হয়েছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন গান্ধীজি’।
এরপরেই মোদী-শাহকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অনেক নেতাই এসে বড়সড় ভাষণ দেন৷ উপদেশ শোনা যায়৷ কিন্তু এ রাজ্যে কারোর উপদেশের দরকার নেই’৷ পাশাপাশি জানিয়ে দেন, ‘ গান্ধীর দেখানো পথেই হাঁটবে আমাদের রাজ্য সরকারও’৷ শান্তির জন্য লড়াই চলবে বলেও এদিন জানিয়ে দেন মমতা। বলেন, ‘মহাত্মা গান্ধীর দেখানো পথেই চলব৷ কারোর কথা শুনব না’৷