প্রায় ১ মাস হতে চলল তিনি তিহার জেলেই বন্দি রয়েছেন। এবার সেখান থেকেই গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম৷ টুইট বার্তায় তিনি বলেন, কোন পথে ভারত এগোবে? স্বাধীনতার লড়াই অনন্ত৷ স্বাধীনতার ক্ষেত্রে নজরদারি বা নিয়ন্ত্রণ প্রয়োজন বলেও সওয়াল করেন তিনি৷ তাঁর হয়ে তাঁর পরিবারের সদস্যরা টুইটার অ্যাকাউন্ট হ্যান্ডেল করেন৷ মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মদিবস আজ। দেশের নানা প্রান্তে গান্ধীজির জন্মদিন পালন হচ্ছে৷
জেলে বসে আগেও টুইটে সরব হয়েছেন চিদম্বরম৷ ২১ আগস্ট তাঁকে সিবিআই গ্রেফতার করে৷ প্রথমে সিবিআই তাঁকে হেফাজতে নেয়৷ তাদের জিজ্ঞাসাবাদ শেষ হলে সিবিআই আর হেফাজতে নিতে চায়নি৷ তখন তাঁকে জেলে পাঠানো হয়৷ সিবিআইয়ের পাশাপাশি ইডিও তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলার তদন্ত করছে৷
আইএনএক্স দুর্নীতি মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের জামিনের আর্জি খারিজ করে দিল্লী হাইকোর্ট। সোমবার ওই মামলার শুনানি চলাকালীন আদালত জানায়, তদন্ত চূড়ান্ত পর্যায়ে। এমন সময় জামিন পেলে বাইরে বেরিয়ে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন চিদম্বরম। তাই এখন তাঁকে জামিন দেওয়া উচিত হবে না। সম্প্রতি আদালতে বন্ধ খামে একটি রিপোর্ট জমা পড়ে। তাতে বলা হয়, এক সহ-অভিযুক্তকে মুখ না-খুলতে নির্দেশ দিয়েছেন চিদম্বরম।