গ্রেফতারে ঢিলেমি করছে পুলিশ প্রশাসন। ধর্ষণকাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দকে বাঁচাতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেরি করছে পুলিশ। যোগীর পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ করেছিলেন সেই নিগৃহীতা আইনের ছাত্রী। কিন্তু তাঁর বাবাকেই তোলাবাজির অভিযোগে গ্রেফতার করেছে সিট। তারই প্রেক্ষিতে এবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সাহায্য চাইলেন ওই ব্যক্তি। সোনিয়া-কন্যা ইতিবাচক জবাব দিয়েছেন বলে জানা গিয়েছে।
ছাত্রীর বাবার অভিযোগ, বিজেপির নেতা-কর্মীরা তাঁদের ফাঁদে ফেলে মিথ্যে মামলায় ফাঁসাতে চাইছে। এ জন্য তিনি কংগ্রেসের সাহায্য চেয়ে প্রিয়াঙ্কাকে চিঠি লিখেছেন। মঙ্গলবারই লখনউতে কংগ্রেস ঘোষণা করেছে, প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে পদযাত্রা করবে দল। পদযাত্রায় উত্তরপ্রদেশ কংগ্রেসের শক্তি দেখাতে বিরাট আয়োজন করা হচ্ছে বলে জানানো হয়েছে। শনিবার নিগৃহীতা আইনের ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেস পরিষদীয় দলের নেতা অজয় কুমার লাল্লু ও জাতীয় সেক্রেটারি ধীরজ গুর্জর। তাঁরা ওই পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দেন।
মেয়েটির বাবা জানিয়েছেন, ‘এই সরকারের প্রতি আমাদের বিশ্বাস নেই। সে জন্যই আমরা প্রিয়াঙ্কা গান্ধীর দ্বারস্থ হয়েছি। কারণ আমরা দেখেছে আমার মেয়ের প্রতি সুবিচার দেওয়ার চেষ্টা করছে কংগ্রেস। চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের করার ক্ষেত্রে সাহায্য করার জন্য আর্জি জানিয়েছি। খবর পেয়েছি, অভিযুক্তের সাঙ্গোপাঙ্গোরা আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করার ছক কষেছে।’