মায়ের ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়। ফের শহর তিলোত্তমা দেখল মমতার মাতৃরূপ। নিজের গাড়ি দাঁড় করিয়ে এক তরুণীকে উদ্ধারে ত্রাতা হয়ে উদ্যোগ নিলেন মমতা। নিজে উদ্যোগ নিয়ে পাঠালেন হাসপাতালে।
মহালয়ার পর থেকেই কলকাতার বিভিন্ন পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থীর দিনেও সেই ব্যস্ততা ছিলই মুখ্যমন্ত্রীর। বুধবার বিকেলের দিকে দুর্গাপুর ব্রিজ দিয়ে যাচ্ছিল মুখ্যমন্ত্রীর কনভয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাড়িতে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিও। ব্রিজ দিয়ে যাওয়ার সময় আচমকাই রাস্তার ধারে এক তরুণীকে পড়ে থাকতে দেখেন মমতা। সঙ্গে সঙ্গেই গাড়ি থামিয়ে নিজের রক্ষীদের নির্দেশ দেন তরুণীকে উদ্ধার করার।
এর পর নিজেই উদ্যোগ নিয়ে তরুণীকে হাসপাতালে ভরতি করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তখনই ওই তরুণীকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। তবে কীভাবে ওই তরুণী সেখানে পড়ে গেলেন তা এখনও জানা যায়নি। তিনি অসুস্থ হয়েছিলেন নাকি কোনও দুর্ঘটনায় পড়েছিলেন তার তদন্ত শুরু হয়েছে।