রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে। অর্থনৈতিক দুর্গতি সমানে চলছে। এবার তার ছায়া পড়ল শেয়ার বাজারেও। সূচক নামল টানা তিনদিন ধরে।
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১৪ পয়সা বেড়ে ৭৭.২৩ টাকা। ডিজেলের দাম লিটার পিছু ১৪ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৬৯.৮৫ টাকা। এদিন দিল্লিতে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ১৯ পয়সা, ডিজেলের ১৬ পয়সা। এদিকে সেপ্টেম্বরের পর অক্টোবরেও ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল। কলকাতায় ১৪.২ কিলো ওজনের সিলিন্ডার পিছু দাম ১৩.৫০ টাকা বেড়ে হয়েছে ৬৩০ টাকা। সেপ্টেম্বরে ছিল ৬১৬.৫০ টাকা, আগস্টে ৬০১ টাকা।
এদিকে শেয়ার বাজারে মঙ্গলবার সেনসেক্স পড়ে গেছে ৩৬১.৯২ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ। নিফটি পড়েছে ১১৪.৫৫ পয়েন্ট বা ১ শতাংশ। দিনের শেষে সেনসেক্স ৩৮,৩০৫.৪১ পয়েন্ট, নিফটি ১১,৩৫৯.৯০ পয়েন্ট। বিশেষজ্ঞদের বক্তব্য, পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কো–অপারেটিভ ব্যাঙ্ক (পিএমসি)–এর গোলমালের জেরে বিনিয়োগকারীরা সতর্ক। ব্যাঙ্কিং ক্ষেত্র ধাক্কা খাচ্ছে।
পিএমসি–র ম্যানেজিং ডিরেক্টর জয় টমাস রিজার্ভ ব্যাঙ্কের কাছে স্বীকার করেছেন, তিনি ছ’বছর ধরে ৬ হাজার কোটি টাকার অনাদায়ী ঋণের তথ্য গোপন করেছিলেন। তা ছাড়া, বিএমএ ওয়েলথ ক্রিয়েটরস নামে কলকাতার এক বড় ব্রোকার সংস্থাকে এনএসই সাসপেন্ড করেছে। এনিয়েও শেয়ার বাজারে ছড়িয়েছে একধরনের ভীতি।