গান্ধী জয়ন্তীর দিনই মহাত্মাকে আপমান! বিজেপি নেতার পোস্টে এমনই প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায়।
বুধবার মহাত্মা গান্ধীর সার্ধশতবর্ষ উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের বন্যা। এর মাঝেই সুর কাটল বিজেপি নেতার পোস্ট। গেরুয়া শিবিরের যুব নেতা শৌনক মারিক এদিন একটি পোস্টে লিখেছেন, ‘প্রণাম গডসে’। নিজের বক্তব্যে প্রকারন্তরে গান্ধী হত্যাকেও সমর্থন করেছেন শৌনক। তিনি বলেন, ‘প্রচলিত ইতিহাসে নাথুরাম গডসের সঠিক মূল্যায়ণ হয় নি। তাঁর বক্তব্য ও যুক্তিগুলি সামনে আসতেই দেওয়া হয় না। গডসে কোনো ব্যক্তিহত্যা করতে যান নি। তিনি দেশ ও হিন্দুদের স্বার্থে একটি নীতির প্রশ্নে প্রতিবাদ তুলেছিলেন’।
শৌনকের এই পোস্টের তীব্র বিরোধিতা করেছে অন্যান্য রাজনৈতিক দল। তাঁদের কথায়, বিজেপি যুব নেতার ওই পোস্ট থেকেই মহাত্মা গান্ধীর প্রতি বিজেপি এবং আরএসএস কি মনোভাব পোষণ করে সেটা স্পষ্ট। গান্ধী জন্ম জয়ন্তীর দিন এমন পোস্ট করে স্বয়ং গান্ধীজিকেই অপমান করা হল বলে মত তাঁদের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী রাজঘাটে যতই গান্ধীজিকে শ্রদ্ধা প্রদর্শন করুক তাঁর দলের নেতা-কর্মীরাই মহাত্মার বিরুদ্ধাচারণ করেন। এই পোস্টে সেটাই আরও একবার সামনে এল।