গত ২৫ বছরে সর্বাধিক বৃষ্টি হয়েছে এই বর্ষায়। ১৬ অগস্ট থেকে প্লাবিত দেশের ৮০%-এরও বেশি জেলা। দেশে বন্যাকবলিত ২৭৭টি জেলা। বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছেন, ২২ লাখ মানুষকে ত্রাণ শিবিরে সরাতে হয়েছে। তৈরি হয়েছে ৮,৭০০ ত্রাণশিবির। শুধু তাই নয় জানা গেছে, সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিতে ১৪ রাজ্যে মৃত ১৬৮৫, নিখোঁজ ১০০।
এ বারের বর্ষায় সবচেয়ে বেশি ৩৭৭ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। তারপরেই রয়েছে এ রাজ্য। পশ্চিমবঙ্গে বৃষ্টিজনিত কারণে প্রাণ গিয়েছে ২২৫ জনের। বিহারে ১৩০, কেরালা ও মধ্যপ্রদেশে ১৮০ জন করে মানুষের মৃত্যু হয়েছে। গুজরাটে ১৫০, কর্নাটকে ১০৫ ও অসমে ৯৭ জনের প্রাণহানির খবর মিলেছে।
দীর্ঘায়িত বর্ষায় ধ্বংস ও বিষাদও দীর্ঘায়িত দেশজুড়ে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১৪টি রাজ্যে বৃষ্টিজনিত কারণে প্রাণ গিয়েছে ১৬৮৫ জনের। নিখোঁজ শতাধিক। বন্যার কারণে ত্রাণশিবিরে সরাতে হয়েছে ২২ লক্ষ মানুষকে। আর্থিক ক্ষতির পরিমাণ এখনও হিসেব করা যায়নি।