২ অক্টোবর বুধবার গোটা দেশ শ্রদ্ধা জানাচ্ছে মহাত্মা গান্ধীকে। জাতির জনকের দেড়শতম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানিয়েছেন, এই উপলক্ষে রাজ্য সরকারের পুনর্নির্মাণ করা ঐতিহাসিক গান্ধী ভবনেরও উদ্বোধন করা হবে।
এদিন সকালে বাপুকে শ্রদ্ধা জানিয়ে টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘মহাত্মা গান্ধীজির
১৫০তম জন্মবার্ষিকীতে জানাই প্রণাম। আজ আমরা মেয়ো রোডে গান্ধিমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে এই দিনটি উদযাপন করব। বেলেঘাটায় গান্ধী ভবনের সংস্কার করেছে বাংলার সরকার। সেই ভবনেরও আজ উদ্বোধন হবে’। টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, ‘বাংলার সরকার যথাযথ ভাবে গান্ধীজয়ন্তী উদযাপনের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। পূর্ব মেদিনীপুর জেলায় একটি বিশ্ববিদ্যালয় গড়া হচ্ছে, যা গান্ধীজিকে উৎসর্গ করা হয়েছে’।
১৯৪৭ সালে দেশের স্বাধীনতা অর্জনের আগে আগেই কলকাতার বেলেঘাটা অঞ্চলের একটি বাড়িতে প্রায় ৩ সপ্তাহ ছিলেন মহাত্মা গান্ধি। সেই সময়ে তাঁর কিছু বিরল ছবি এবং ব্যবহৃত জিনিসপত্র নিয়ে শহরে তৈরি হয়েছে একটি গান্ধী স্মৃতি সংগ্রহশালা। বুধবার সেটাই একটি পূর্ণাঙ্গ যাদুঘর হিসাবে সর্বসাধারণের দর্শনের জন্যে উন্মুক্ত করা হবে।