সম্প্রতি আসামের চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশ পেয়েছে। যেখানে বাদ পড়েছে প্রায় ১৯ লক্ষ জনগণ। যা নিয়ে গোটা দেশে বিক্ষোভ শুরু হয়েছে। আসামের মতো আনুষ্ঠানিক এনআরসি না হলেও এবার বাংলাদেশি ও অন্যান্য বিদেশীদের দেশ থেকে বের করে দেওয়ার নির্দেশ দিল বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকার। এক নির্দেশিকায় পুলিশকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের অভ্যন্তরীণ সুরক্ষার জন্য এই পদক্ষেপ “অত্যন্ত গুরুত্বপূর্ণ”, উত্তরপ্রদেশের পুলিশের মহানির্দেশক সমস্ত জেলা পুলিশ প্রধানকে চিঠি দিয়ে এ কথা বলেছেন। এই নির্দেশিকা ঘোষিত এনআরসি না হলেও এর মধ্যে নাগরিকপঞ্জির ছায়া দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল।
উল্লেখ করা যেতে পারে, গত ৩১ শে আগস্ট আসামে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই দেশজুড়ে এনআরসির হুঙ্কার দিয়েছেন বিজেপির নেতা মন্ত্রীরা। এমনকি স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বিদেশী বিতাড়নের উপর জোর দিয়েছেন। ঠিক এই সময়েই উত্তরপ্রদেশ পুলিশের এই নির্দেশিকা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমনকি যোগী আদিত্যনাথের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।