পুজোর মুখে উত্তর এবং দক্ষিণ কলকাতায় চালু হল তিনটি ব্রিজের। গতকাল বিকেলে ইজায়াতুল্লাহ লেন এবং করুণাময়ী ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। উদ্বোধন করে ফিরহাদ জানালেন, “ এই ব্রিজগুলি কলকাতাবাসীকে পুজোর উপহার”। একই সময়ে গতকাল উদ্বোধন হয় কেষ্টপুর খালের ওপরে লেকটাউন-বাঙ্গুরের মাঝ থেকে সল্টলেকের এই ব্লকের যাতায়াতের জন্যে বেইলি ব্রিজের।
ফিরহাদ বলেন, “মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর বেহালা এলাকার মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। এক ঘণ্টা– দেড় ঘণ্টা লাগছে ওই রাস্তা পেরোতে। সমস্যাটি নিয়ে মেয়র পারিষদ তারক সিংয়ের সঙ্গে কথা বললাম। কেএমডিএ ও পুরসভা মিলে সমস্যা সমাধানে দুটো ব্রিজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হল। এর ফলে এখানকার যানজট সমস্যা মিটবে। মেট্রো স্টেশনে যাতায়াত সহজ হবে। ভাঙড় হাসপাতাল যাতায়াত সহজ হবে।”
পুরসভা সূত্রে খবর, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ায় যানজট সমস্যা সমাধানে দফায় দফায় পুরসভা ও কেএমডিএ বৈঠকে বসে। বেহালা অঞ্চলের সঙ্গে যোগাযোগ–ব্যবস্থা সহজ করতে দুটি বেইলি ব্রিজ করার পরিকল্পনা নেওয়া হয়। ঠিক হয়, ইয়াতুল্লাহ্ লেন এবং কে পি রায় লেন সংযোগকারী একটি ক্যানাল ব্রিজ। করুণাময়ী এনএন ঘোষ রোড এবং এমজি রোড সংযোগকারী ক্যানাল ব্রিজ। এই দুই ব্রিজ পুজোর আগেই তৈরির পরিকল্পনা নেওয়া হয়। সেইমতোই কাজ শেষ করা সম্ভব হয়েছে। টলি ক্লাবের সঙ্গে কথা বলে ওখানে রাস্তা চওড়া করারও পরিকল্পনা রয়েছে। এদিনের অনুষ্ঠানে ছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সাংসদ, কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়, মেয়র পারিষদ তারক সিং প্রমুখ।