সব্যসাচী দত্তর বিজেপি যোগদানের সম্ভাবনা বঙ্গ রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই ‘ওপেন সিক্রেট’। এবার সেই সিক্রেটের অবসান ঘটল। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে অমিত শাহর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।
মঙ্গলবার এনআরসি ইস্যুতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন অমিত শাহ। সেই মঞ্চে গিয়েই গেরুয়া শিবিরে নাম লেখান রাজারহাট-নিউটাউনের বিধায়ক। বিজেপিতে যোগ দিয়ে বক্তব্য রাখতে উঠে বিজেপি সভাপতিকে ধন্যবাদ জানান সব্যসাচী। বলেন, ‘বিজেপিতে যোগ দিয়ে গর্ববোধ করছি। আমার কাছে আগে দেশ, তারপর দল, তারপর ব্যক্তি। আমার বাড়িতে গিয়ে মুকুল দা লুচি-আলুর দম খেয়েছিল বলে অনেক কথা হয়েছিল। বাঙালির আতিথেয়তাকে যারা ভয় পায়, তারা মঙ্গলগ্রহ থেকে আবির্ভাব হয়েছেন।’
বিজেপি সভাপতির দৃষ্টি আকর্ষণ করে হিন্দিতে সব্যসাচী বলেন, ‘মোদীজি-অমিতজির নেতৃত্বে কাশ্মীর ঠান্ডা হয়ে গিয়েছে। এ বার বাংলাকে ঠান্ডা করে দিন। এনআরসি নিয়ে আমাদের আপত্তি নেই। অনুপ্রবেশকারীদের ভারতে থাকতে দেব না। কাসভদের এখানে জায়গা দেব না। অন্য দেশ থেকে এসে যারা ছুরি মারছে, তাদের চিনে রাখুন।’