পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্ক নিয়ে বাড়ছে উদ্বেগ। সামগ্রিকভাবেই সংশয় দেখা দিয়েছে দেশের আর্থিক অবস্থা নিয়ে। ব্যাঙ্ক সহ বিভিন্ন কোম্পানির শেয়ার বেচে ফেলতে চাইছেন বিনিয়োগকারীরা। এই উদ্বেগ ও অনিশ্চয়তার বাতাবরণে মঙ্গলবার সেনসেক্স নামল ৭৩৭.৪৪ পয়েন্ট। নিফটিও নেমেছে ২২৬.৫৫ পয়েন্ট। সেনসেক্স এদিন স্থির হয়েছে ৩৭৯২৯.৮৯ পয়েন্টে। নিফটি সূচক স্থির হয়েছে ১১২৪৭.৯০ পয়েন্টে।
নিফটির ৫০ টি কোম্পানির মধ্যে ৪৪ টির শেয়ারের দামই এদিন কমেছে। যে কোম্পানিগুলির শেয়ারের দর সবচেয়ে কমেছে, তার মধ্যে আছে ইয়েস ব্যাঙ্ক, জি এন্টারটেনমেন্ট, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এসবিআই এবং গ্রাসিম। এই সংস্থাগুলির শেয়ারের দাম ৫.৪৯ শতাংশ থেকে ২৬.০৯ শতাংশ কমেছে। সেনসেক্সের অন্তর্ভুক্ত যে সংস্থাগুলির শেয়ারের দাম কমেছে, তার মধ্যে আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এসবিআই, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্ক।
পাঞ্জাব মহারাষ্ট্র অ্যান্ড কো-অপারেটিভ ব্যাঙ্কে ম্যানেজিং ডিরেক্টর জয় টমাস রিজার্ভ ব্যাঙ্কের কাছে স্বীকার করেছেন, তিনি ছ’বছর ধরে অনাদায়ী ঋণের কথা গোপন করেছিলেন। এই ঋণের পরিমাণ ৬ হাজার কোটি টাকা। হাউসিং ডেভলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এই ঋণ নিয়েছিল।