নির্বাচনে মিথ্যে অ্যাফিডেভিট দাখিল করেছিলেন তিনি। এই অভিযোগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের বিরুদ্ধে ট্রায়াল চালানোর নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। এর আগে এই মামলায় দেবেন্দ্রকে ক্লিনচিট দিয়েছিল নিম্ন আদালত ও বম্বে হাইকোর্ট। সেই রায় এ দিন খারিজ করে দিয়ে নতুন মামলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক মিত্র ও বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চ বলেছে, মিথ্যে অ্যাফিডেভিট মামলায় ফড়নবীশকে ক্লিন চিট দেওয়ার নির্দেশ সমর্থন করা যায় না। তাই এই রায় খারিজ করা হচ্ছে।
১৯৯৬ ও ১৯৯৮ সালে ফড়নবীশের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা দায়ের করা হলেও দুটি মামলাতেই চার্জ গঠন করা হয়নি। সেই ভিত্তিতেই পিটিশনার সতীশ উকে ফড়নবীশের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। অভিযোগ, ২০১৪ সালে নির্বাচনী অ্যাফিডেভিটে তাঁর বিরুদ্ধে চলা দুটি ফৌজদারি মামলার কথা প্রকাশ করেননি ফড়নবীশ। সতীশ উকের এই অভিযোগ নতুন করে খতিয়ে দেখার জন্য নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।