রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে হঠাৎ মুখ্যমন্ত্রী পৌঁছে যান রাজভবনে৷ সেখানে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দেখা করেন৷ প্রায় আধঘণ্টা থাকার পর সেখান থেকে বের হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এই মুহূর্তে রাষ্ট্রপতি রয়েছেন বঙ্গ সফরে। এদিন সন্ধ্যায় তিনি বেলুড়মঠে যাবেন তিনি৷ সেখানে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি৷ বঙ্গ সফরে এসে রাষ্ট্রপতি রাজভবনে ওঠেন৷ সেখানেই তাঁকে সংবর্ধনা দেওয়া হয়৷ মূলত, সৌজন্য সাক্ষাৎ করতে এদিন রাজভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রায় আধঘণ্টা সেখানে সময় কাটিয়ে আসার পর চলে যান পুজোর উদ্বোধনে৷
সোমবার বিকেলে একডালিয়া এভারগ্রিনের মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে গিয়ে চন্ডীপাঠ করেন তিনি৷ জানান, একডালিয়া এভারগ্রিনের সাবেকি প্রতিমা দেখতে মানুষের কৌতুহল আজও কমেনি৷ আর সেই কারণেই তিনি সুব্রত মুখোপাধ্যায়কে ধন্যবাদও জানান৷