প্রায় ১ মাস ধরে তিহাড় জেলে বন্দি আছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। সোমবার আইএনএক্স মামলায় তাঁর জামিনের আবেদনের ওপরে শুনানি হয়। সরকারি কৌঁসুলি তুষার মেহতা এদিন বলেন, জামিন পেলেই প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরম দেশ ছেড়ে পালাতে পারেন। তারপরই হাইকোর্ট তাঁর জামিনের আবেদন নাকচ করে দেয়।
৭৪ বছর বয়সী চিদম্বরমকে ৪০ দিন আগে দিল্লীর জোড়বাগ অঞ্চল থেকে গ্রেফতার করে সিবিআই। এরপর ১৫ দিন ধরে তিনি থাকেন সিবিআই হেফাজতে। সেখানে গোয়েন্দারা তাঁকে জেরা করেন। পরে তাঁকে তিহাড় জেলে পাঠানো হয়। চিদম্বরমের জামিনের আবেদনের বিরুদ্ধে সওয়াল করার সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, প্রাক্তন মন্ত্রী জানেন তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। দীর্ঘদিন বিদেশে কাটানোর মতো যথেষ্ট অর্থও তাঁর আছে। তাই তিনি পালাতে পারেন।
সিবিআইয়ের অভিযোগ, ২০০৭ সালে অর্থমন্ত্রী থাকাকালীন চিদম্বরম আইএনএক্স মিডিয়া নামে একটি সংস্থাকে বেআইনিভাবে বিদেশি বিনিয়োগ পাইয়ে দিয়েছিলেন। এদিন চিদম্বরমের জামিনের আবেদন শোনেন বিচারপতি সুরেশ কুমার কাইত। তুষার মেহতা বলেন, সিবিআইয়ের হাতে চিদম্বরমের বিরুদ্ধে অনেক প্রমাণ আছে।