ঘোষণা মতোই আজ সকাল থেকে আংশিক বন্ধ হয়ে গেল কলকাতার অন্যতম ব্যস্ত সেতু টালা ব্রিজ। পুজোর মুখে ভোগান্তি শহরবাসীর। টালা সেতুতে বন্ধ হয়ে গেল বাস এবং ভারী পণ্যবাহী গাড়ি চলাচল। তিন টন ওজনের বেশি গাড়ি চলাচল করতে পারবে না সেতু দিয়ে এমনই নির্দেশিকা জারি হয়েছে।
আজ থেকে অনির্দিষ্টকালের জন্য টালা সেতু দিয়ে শুধুমাত্র ছোট গাড়িই যাতায়াত করছে। কলকাতার সঙ্গে উত্তর ২৪ পরগনার সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সেতু দিয়ে বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পর যে তীব্র যানজটের আশঙ্কা তৈরি হয়েছে তা মোকাবিলা করতে তৎপর পুলিশ। এদিন সকালে টালা সেতু পরিদর্শনে যান পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস।
শ্যামবাজার এবং দমদম চিড়িয়ামোড়ের সামনে দুদিন দিকেই টালা সেতুতে ওঠার মুখে গার্ড রেল করে দেওয়া হয়েছে যাতে বড় গাড়ি না যেতে পারে। শ্যামবাজারগামী বাসগুলি নর্দার্ন অ্যাভিনিউ, আরজি কর রোড দিয়ে পাঠানো হচ্ছে। কিছু বাসকে কাশীপুর, চিৎপুর রোড দিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে পাঠানো হচ্ছে। বি টি রোড দিয়ে যাতায়াতকারী পণ্যবাহী গাড়িগুলি চিৎপুর রোড দিয়ে পাঠানোয় যানজটের কিছুটা আশঙ্কা রয়েই গিয়েছে। টালা সেতুর সঙ্গে সমান্তরালভাবে লক গেট উড়ালপুল দিয়ে কোনও পণ্যবাহী গাড়ি চলাচলের অনুমতি নেই। তাই রবিবার ছুটির হওয়ায় কিছুটা স্বস্তি থাকলেও সোমবার থেকে এবং পুজোর সময় যানজট বাড়ার আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা মোকাবিলা করার জন্য সবরকম ব্যবস্থা নিতে উদ্যোগী পুলিশ।