এখনও জেলবন্দি পরিবারের দুই ছেলে। এবার তাঁদের সঙ্গে যোগ দিলেন বাবাও। শনিবার গভীর রাতে পার্ক সার্কাসের একটি পানশালায় জুয়ার আসর থেকে গ্রেফতার করা হয়েছে বিরিয়ানি চেন আরসালানের মালিক আখতার পারভেজকেও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুজোর আগে পার্ক স্ট্রিট ও পার্ক সার্কাসের একাধিক পানশালায় জুয়ার আসর বসে। এই সময় মাঝেমধ্যেই একাধিক পানশালায় হানা দেয় পুলিশ। কয়েক দিন আগে পার্ক স্ট্রিটের কয়েকটি পানশালায় হানা দিয়েছিল পুলিশ। এ বার তাঁরা যায় পার্ক সার্কাস এলাকার কয়েকটি পানশালায়।
জানা গিয়েছে, শনিবার গভীর রাতে বিশেষ অভিযান চালায় শেক্সপিয়র সরণি ও বেনিয়াপুকুর থানার পুলিশ। সেই সময়েই একটি পানশালায় অবৈধ জুয়ার আসর থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে ছিলেন আখতার পারভেজ। এই জুয়ার আসর থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে আখতার পারভেজ সহ ১০ আরও জনকে। সোমবার তাঁদের আদালতে তোলা হবে। এই ধরনের জুয়ার আসরে তাঁদের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে সে ব্যাপারে জানতেই ধৃতদের জেরা করছে পুলিশ।
এর আগে গত ১৭ আগস্ট শেক্সপিয়র সরণী ও পার্ক স্ট্রিটের সংযোগস্থলে একটি মার্সিডিজ বেঞ্জকে ধাক্কা মারে প্রবল গতিতে আসা একটি জাগুয়ার। তারপর তা পাশের পুলিশ কিয়স্কে ধাক্কা মেরে সেখানে দাঁড়িয়ে থাকা দুই বাংলাদেশি নাগরিককে পিষে দিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় দু’জনের।
তদন্তে জানা যায়, গাড়িটি আরসালান কোম্পানির নামে রেজিস্টার রয়েছে। পরের দিনই পুলিশ আরসালান মালিক আখতার পারভেজের ছোট ছেলে আরসালান পারভেজকে গ্রেফতার করে। কিন্তু পরে জানা যায়, গাড়িটি চালাচ্ছিল আখতারের বড় ছেলে রাঘিব। দেশে ফেরার সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় তাকে। আপাতত জেলে রয়েছেন সেই দুজনই। ওই কান্ডে তাঁদের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করেছে পুলিশ। এখনও ঘটনাটির তদন্ত চলছে।