২০১৭ সালে চাকরির জন্য বিজেপি বিধায়ক কুলদ্বীপ সেঙ্গারের বাড়িতে গেলে সেখানে তাঁকে ধর্ষণ করা হয়। অভিযোগ, মেয়েটির বাবাকে পুলিশ আটক করার পর কুলদীপ সেঙ্গারের বেধড়ক মারে তাঁর মৃত্যু হয়। কিছুদিন পর কুলদ্বীপ ও তাঁর ভাইকে গ্রেফতার করা হয়। এখনও জেলে আছেন বিজেপি বিধায়ক। এইবার সেই মামলা নিয়ে নয়া নির্দেশিকা দিল আদালত।
ঘটনার দিন কুলদীপ কোথায় ছিল? বিশ্বের বিখ্যাত ফোন প্রস্তুতকারক সংস্থা অ্যাপেল-এর কাছে শনিবার এই তথ্যই জানতে চাইল দিল্লির আদালত। আগামী ৯ অক্টোবরের মধ্যে আমেরিকার ওই কোম্পানিকে আদালতের কাছে এই তথ্য জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন জেলা জজ ধর্মেশ শর্মা। শনিবার বিচারকের চেম্বারে এই সংক্রান্ত বিষয়ে শুনানি চলার সময় অ্যাপেলের আধিকারিকরা এই বিষয়ে দু’সপ্তাহ সময় চান। তার প্রেক্ষিতেই আগামী ৯ অক্টোবর পর্যন্ত সময় দিলেন বিচারক।
আজ বিচারককে আমেরিকার ওই কোম্পানির আইনজীবী জানান, আদালত যদি এই বিষয়ে নির্দেশ দেয় তাহলে তারা ওই সংক্রান্ত তথ্য খুঁজে দেখবেন। তবে এখনও পর্যন্ত তারা জানেন না যে ওই তথ্য এখনও সংরক্ষিত আছে কিনা। যদি তা থাকে তাহলে তা আদালতে পেশ করা হবে।
এর পরিপ্রেক্ষিতে বিচারক ধর্মেশ শর্মা নির্দেশ দেন, ওই তথ্যের সঙ্গে একটি হলফনামাও জমা দিতে হবে। যাতে সিস্টেম অ্যানালিস্ট বা কোম্পানির অনুমোদিত কোনও ব্যক্তির স্বাক্ষর থাকবে। প্রসঙ্গত, বর্তমানে এর শুনানি একদম শেষ পর্যায়ে আছে বলে জানা গিয়েছে আদালত সূত্রে।