এই বছরে ‘ভালোবাসার দিনে’ দেশে ঘটেছিল পুলওয়ামার মতো মর্মান্তিক ঘটনা। তবে সেই স্মৃতি ঝাপসা হয়ে এসেছে বিশ্ববাসীর মনে। তবে দেশবাসীর কাছে সেই দিনের স্মৃতি টাটকা। যতই বালাকোটে এয়ার স্ট্রাইক হোক, তবুও সেই স্মৃতি দেশবাসীর মন থেকে মুছছে না। তার মধ্যেই আবারও পুলওয়ামার সেই পুরানো ছকেই হামলার চেষ্টা চালানো হল জম্মু কাশ্মীরে। এবারের ঘটনাস্থল জম্মু কাশ্মীরের রামবনের বাটোটে এলাকা। সেনা কোনভয়ে বোমা বিস্ফোরণ ঘটাল উপত্যকার জঙ্গিরা।
পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল ৭.৩০ নাগাদ রামবন থেকে কনভয় করে চাকোয়া ক্যাম্পের দিকে যাচ্ছিল সেনার গাড়ি। ঠিক সেই সময়ে অতর্কিতে সেই কনভয়ে বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কনভয়ে গ্রেনেড হামলা চালানোর পরই নিখোঁজ হয়ে যায় জঙ্গিরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় সেনা ও পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু করা হয়েছে তল্লাশি অভিযান। খোঁজ চলছে আততায়ীদের।
এদিকে জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর ভারতের উপর রীতিমতো খাপ্পা পাকিস্তান। তলে তলে উপত্যকায় জঙ্গিদের খেপিয়ে ভারতের মাটিতে বড়সড় নাশকতা করার প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। কিছুদিন আগে উপত্যকার কাঠুয়া থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে সেনা। গোয়েন্দাদের তরফেও সতর্ক করে দেওয়া হয়েছে উপত্যকায় বড়সড় হামলার বিষয়ে। সেই থেকে আতঙ্ক বাড়ছে দেশবাসীর মনে। দেশবাসী চাইছে না পুলওয়ামারের পুনরাবৃত্তি।