রাজধানীর রাস্তায় অপরাধীদের হাত থেকে নিস্তার মিলল না মহিলা বিচারকেরও। আদালত চত্বর মহিলা বিচারকের পিছু নিয়ে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাল দুই মোটরবাইক আরোহী। বিচারকের দাবি, গোটা রাস্তায় একজন পুলিশকেও টহল দিতে দেখা যায়নি। ফাঁকা রাস্তায় তাহলে সাধারণ মেয়েরা কীভাবে নির্ভয়ে যাতায়াত করবেন?
প্রসঙ্গত, ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (বিপিআরডি)–র সমীক্ষায় দেখা যায়, শুধু ধর্ষণই নয়, সার্বিকভাবে মহিলাদের উপরে যে কোনও ধরণের অপরাধের সংখ্যা আগের থেকে অনেক বেড়েছে দিল্লীতে। পুলিশ জানিয়েছে, আততায়ীদের খোঁজ শুরু হয়েছে। খুব দ্রুত তাদের পাকড়াও করা হবে।
সাকেত আদালতের আক্রান্ত মহিলা বিচারকের বাড়ি কালকাজি এলাকায়। বৃহস্পতিবার নিজেই গাড়ি চালিয়ে সরিতা বিহার আন্ডারপাস ধরে যাচ্ছিলেন তিনি। বিচারক জানিয়েছেন, প্রায় তিন কিলোমিটারেরও বেশি পথ তাঁর পিছু নিয়েছিল ওই দুই মোটরবাইক আরোহী দুষ্কৃতী। মা আনন্দময়ী মার্গের কাছে তাঁর গাড়ির রাস্তা আটকে জোর করে ব্যাগ ছিনিয়ে নেয় আততায়ীরা। বিচারকের অভিযোগ, তাঁর চিৎকার কেউ শুনতে পাননি। ছিলেন না কোন পুলিশও।