বিদেশে কর্মরত এক শিখ ট্র্যাফিক পুলিশ চেকিং করার সময়ে খুন হয়ে গেলেন। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে। মার্কিন পুলিশের এক আধিকারিক শনিবার জানিয়েছেন, ‘ঠান্ডা মাথায়’ পেছন থেকে গুলি চালানো হয়েছে সন্দীপ সিং ধালিওয়াল নামক ওই পুলিশ অফিসারকে।
ওই আধিকারিক এড গঞ্জালেস জানিয়েছেন, ‘দশ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সন্দীপ ট্র্যাফিক চেকিং করছিলেন। একটি গাড়িকে আটকান তিনি। গাড়িতে ছিল এক পুরুষ ও তার মহিলা সঙ্গী। আচমকাই গাড়ি থেকে পুরুষটি বেরিয়ে আসে। সন্দীপকে লক্ষ্য করে দু’বার গুলি চালায়।’
পুলিশ কমিশনার আদ্রিয়ান গার্সিয়া বলেন, ‘একজন অসাধারণ এবং দক্ষ অফিসার ছিলেন সন্দীপ। নিজের কর্তব্যের প্রতি অত্যন্ত দায়িত্বশীল এবং নিজের সম্প্রদায়ের প্রতি অনুগত ছিলেন তিনি।’ অভিযুক্ত ব্যক্তি ও তার মহিলা সঙ্গীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
২০১৫ সালে ইতিহাস সৃষ্টি করেন সন্দীপ। নিজের ধর্মের প্রতি আনুগত্য রেখে এবং পাগড়ি আর দাড়ি রেখেও যে মার্কিন পুলিশে অফিসার হওয়া যায়, সেই দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি। ধর্মীয় সহিষ্ণুতা এবং সাংস্কৃতিক বিভেদের মধ্যে ঐক্য তুলে ধরার জন্য তাঁকে পাগড়ি এবং দাড়ি রাখার অনুমতি দিয়েছিল মার্কিন পুলিশ। এইরকম এক পুলিশ কর্মীর আচমকা মৃত্যুতে শোকের ছায়া মার্কিন পুলিশ মহলে।