দুর্নীতি এবং বিজেপি যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। প্রায় নিত্য দিনই বিজেপির কোনও না কোনও অনৈতিক কাজকর্মের কথা উঠে আসে সংবাদ শিরোনামে। এবার মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার কথা সামনে আসতেই বেজায় অস্বস্তিতে গেরুয়া শিবির।
ঘটনাটি ঘটেছে তারকেশ্বর পৌরসভায়। অভিযোগ পৌরসভার এক কর্মীকে মারধর করে পৌরসভার ২৮৫০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। আক্রান্ত ওই পুর কর্মীর নাম শ্রীকান্ত গোস্বামী। ঘটনাটি ঘটেছে হুগলীর তারকেশ্বরে বাস স্ট্যান্ডের পাশে পৌরসভার অধীন কর বহির্ভূত আদায় দফতরে।
আক্রান্ত পৌর কর্মী তথা তৃণমূল নেতা শ্রীকান্ত জানিয়েছেন, রোজের মতই সকালে অফিসে ঢুকে কাজকর্ম করছিলেন তিনি। এমন সময় আচমকাই কয়েকজন অফিসে ঢুকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। মিটিং করার জন্য বাস ঠিক করা হচ্ছিল। সেই বাস বুক করা যাবেনা বলে হুমকি দিতে থাকে, তখন শ্রীকান্ত বাবু বলেন, অফিসে নয়, এই বিষয়ে ইউনিয়নে কথা হবে। তখনই তাঁর ওপরে সকলে চড়াও হয়ে মারধর করে। তাঁর আরও অভিযোগ, ছিনিয়ে নেওয়া হয় গলার হার এবং অফিসের ২৮৫০ টাকা। তারপর পালিয়ে যায় দুষ্কৃতীরা।
ঘটনার পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন জখম ওই পুর কর্মী। তিনি আরও জানিয়েছেন এলাকায় হামলাকারীরা বিজেপি শিবিরের অন্তর্ভুক্ত বলে পরিচিত। লোকসভা ভোটের পর থেকেই বিভিন্ন জায়গায় হামলা করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এবার তার প্রতিফলন দেখা গেল তারকেশ্বর পৌরসভায়। পুলিশ অবিলম্বে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে ।