বিশ্ব পর্যটন দিবসে মোদীর ঘনঘন বিদেশ যাত্রার ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীকে তীব্র খোঁচা দিল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিন্ন ভিন্ন ১৮টি ছবি টুইট করে কংগ্রেসের টুইটার হ্যান্ডল থেকে লেখা হয়েছে, ‘হ্যাপি ওয়ার্ল্ড ট্যুরিজম ডে।’
এই ১৮ টি ছবির সবকটিই প্লেনের দরজার সামনে দাঁড়িয়ে মোদীর অভিবাদন জানানোর বা গ্রহণ করার। একেকটি ছবিতে একেক বেশে প্রধানমন্ত্রী। কোনওটায় পাঞ্জাবি কোনওটায় জহর কোট, কোনওটায় শার্ট বা স্যুট। কোনওটায় হাত নাড়ছেন আবার কোনওটায় হাত জোড় করে নমস্কার জানাচ্ছেন।
পরিসংখ্যান বলছে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত মোদীর বিদেশ সফরের জন্য বোর্ডিং, হটলাইন যোগাযোগ-ইত্যাদির জন্য সরকারের ২ হাজার ২১কোটি টাকা খরচ হয়েছে। এই নিয়ে কম জলঘোলা হয়নি। তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তো রায়গঞ্জের সভায় এসে বলেছিলেন, ‘অনেকে বলছেন আমাদের প্রধানমন্ত্রী নাকি এনআরআই প্রধানমন্ত্রী। বেশির ভাগ সময়ে বিদেশে থাকেন। মাঝে মধ্যে এ দেশে বেড়াতে আসেন’। মোদীর গায়ে লেগেছে ‘এনআরআই প্রধানমন্ত্রী’র তকমা। এবার বিশ্ব পর্যটন দিবসে সেই নিয়ে টুইট করেই আরও একবার মোদীকে কটাক্ষ করল কংগ্রেস।