আগামীকাল মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। সমস্ত জায়গায় চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। তবে পুজোর খুশির আকাশে মেঘ থেকেই গেছে। পুজোয় বৃষ্টির আশঙ্কা উড়িয়ে তো দেওয়া যাচ্ছেই না, উলটে আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামীকালই ঘনীভূত হতে পারে নিম্নচাপ। যার জেরে পুজোর চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তাই পুজোর খুশির সামনে যে ভিলেন বর্ষাই তা বলাই বাহুল্য।
হাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার ও রবিবারের মধ্যে রাজ্যে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হতে পারে। তার প্রভাবেই রাজ্যে বৃষ্টি বাড়বে। রাজ্যের ওপর মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণেও বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর। আগামীকাল মহালয়ার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি তবে কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিরও হতে পারে বলে জানানো হয়েছে।
দেবীপক্ষে বর্ষাসুরের সম্ভাব্য দোসর হিসেবে দুই ‘অপরাধী’কে চিহ্নিত করেছেন আবহবিদরা। এক, আগামী ৩-৪ দিনের মধ্যে দেশের পূর্ব-পশ্চিমে একটি নিম্নচাপ অক্ষরেখার উদয় হতে পারে। দুই, বাংলাদেশ লাগোয়া বঙ্গোপসাগরে হাজির হতে পারে একটি নিম্নচাপও। তাদের রেশ পুজোর মূল চার দিন পর্যন্ত থাকার সম্ভাবনা কম। কিন্তু তখন যদি বৃষ্টি কমেও আসে, তবু শরতের খটখটে আকাশ পাওয়া কঠিন। কারণ, তখনও বহাল তবিয়তে বঙ্গে থাকবে বর্ষা।
পুজোর প্ল্যানিং সারা৷ শেষবেলার কেনাকাটা চলছে৷ কিন্তু গত ৩ দিন বৃষ্টি সব পণ্ড করে দিয়েছে৷ এখন সে দাপট দেখানো বন্ধ না করলে উপায় নেই৷ তাহলে সেই প্রেডিকশনই কি সত্যি হতে চলেছে? পুজোয় রেনকোট!