দুর্নীতি এবং বিজেপি যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। প্রায় নিত্য দিনই বিজেপির কোনও না কোনও অনৈতিক কাজকর্মের কথা উঠে আসে সংবাদ শিরোনামে। এবার কাটমানি নেওয়ার অভিযোগে নাম জড়াল এক বিজেপি নেতার। ঘটনার কথা সামনে আসতেই অস্বস্তিতে গেরুয়া শিবির।
পুলিশ সূত্রে জানা যায়, সিভিক ভলেন্টিয়ার পদে চাকরি দেওয়ার নাম করে সাড়ে তিন লক্ষ টাকা এবং বিডিও অফিসে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে তিন লক্ষ সত্তর হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ ছিল সনাতন কর্মকারের বিরুদ্ধে। এ ছাড়াও মাস দুয়েক পূর্বে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দক্ষিণ দিনাজপুর জেলায় শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তাতে গঙ্গারামপুর শহরের আইন- শৃঙ্খলার অবনতি ঘটেছিল তাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছিলেন। তৎসহ পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে অভিযুক্ত ছিলেন সনাতন বাবু। দীর্ঘদিন ধরে গঙ্গারামপুর থানার পুলিশ হন্যে হয়ে খুঁজছিলেন অভিযুক্ত সনাতন কর্মকারকে ।
এই যাবতীয় অভিযোগের ভিত্তিতেই সয়ারাপুরের শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করা হয় এই গেরুয়া সদস্যকে। সূত্রের খবর, অভিযুক্ত সনাতন কর্মকার বুধবার রাতে পুলিশের তাড়া খেয়ে শ্বশুর বাড়ি একতলা ছাদ থেকে ঝাঁপ দিয়ে জখম হন ।
অবশেষে বৃহস্পতিবার রাত্রিতে পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে বাহিনী নিয়ে অভিযুক্তকে ধরতে গঙ্গারামপুর শহর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে সয়ারাপুর গ্রামে অভিযান চালায়। নেতৃত্বে ছিলেন, পুলিশ অফিসার বাবুল হোসেন। পুলিশ সনাতন কর্মকারকে সারেন্ডারের নির্দেশ দিলেও তিনি তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন আর পালাতে গিয়ে সনাতনবাবু বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নীচে পড়েন এবং বাঁ পায়ের গোড়ালিতে চোট পান। পরবর্তীতে পুলিশ অভিযুক্তকে ধাওয়া করে আটক করে এবং বালুরঘাট হাসপাতালে প্রিজনার সেলে ভর্তি করেন।