বিপজ্জনক দশায় টালা ব্রিজ। আর তাই টালা ব্রিজ ভেঙে ফেলে নতুন ব্রিজ তৈরির পক্ষেই মত দিলেন বিশেষজ্ঞরা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, টালা ব্রিজের দুর্বল অংশ ভেঙে ফেলার সুপারিশ করেছে রাইটস। কিন্তু রাজ্য সরকার আরও একটি বিশেষজ্ঞ সংস্থার পরামর্শ নিতে চায়। আগামীকাল মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরই চৃড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখন নতুন ব্রিজ তৈরি করতে সময় লাগবে ৩ বছর। এই সময়কালে যান চলাচলের নতুন রাস্তা কী হবে সেই সবকিছু খতিয়ে দেখেই নেওয়া হবে সিদ্ধান্ত।
ভারবহন ক্ষমতা কমেছে তাই এবার হাইট বার বসতে চলেছে বিটি রোডের ওপর টালা ব্রিজে। পূর্ত দফতর জানায়, টালা ব্রিজ দিয়ে ভারী যান চলাচলের ফলে ব্রিজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পূর্ত দফতরের এক আধিকারিক জানান, “৮ ফুট উঁচু হাইট বার বসানো হবে টালা ব্রিজের দুপারে। খরচ ধরা হয়েছে ২৬ লক্ষ টাকা। ২১ দিনের মধ্যে তৈরি হয়ে যাবে হাইট বার। এই হাট বারের নীচ দিয়ে শুধুমাত্র ছোট গাড়ি যেতে পারে”। সরকারের এই সিদ্ধান্তের ফলে টালা ব্রিজে বাস চলাচল বন্ধ করতে পারে। বালি ব্রিজ দিয়ে ডানলপ হয়ে কলকাতা শহরে পণ্যবাহী যান ঢোকার পথও বন্ধ হবে।