দাম্পত্য কলহ আজকের দিনে খুব একটা অবাক করা বিষয় নয়। প্রত্যেকটি সংসারেই খুঁটিনাটি নিয়ে ঝামেলা বাঁধে স্বামী-স্ত্রীর মধ্যে। কিন্তু সেই জন্য জীবন শেষ করার ভাবনা! হ্যাঁ এমনটাও হয়। স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল। তাই অভিমানে আত্মহত্যার পথই বেছে নিয়েছিলেন স্বামী। তার পরেই উঠে গিয়েছিলেন হোটেলের ছাদে। সেটা ছিল রবিবার। প্রায় ১৭ ঘণ্টা পর অবশেষে সোমবার তাঁকে নামিয়ে আনে পুলিশ। নয়াদিল্লীর একটি হোটেলে এই ঘটনা ঘটিয়েছে আরমান মালিক নামের একজন টিকটক স্টার।
স্ত্রী কৃতিকা বাসেরার সঙ্গে রবিবার দুপুরে দিল্লীর হরিনগরের একটি হোটেলে উঠেছিলেন ৩১ বছরের আরমান মালিক। তিনি একজন টিকটক স্টার। প্রসঙ্গত, বর্তমানে আরমানের টিকটকে ফলোয়ার সংখ্যা প্রায় ৫০ লক্ষ। সেই হোটেলেই দু দিন থাকার পরিকল্পনা করেছিলেন এই দম্পতি। কিন্তু হঠাৎই স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় তাঁর। তারপর ওই দিন বিকাল চারটে নাগাদ তিনি উঠে যান হোটেলের ছাদে। সেখানে গিয়ে টিকটক ভিডিও করেন। প্রথম ভিডিওতে, তাঁর প্রথম স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনেন। সেখানে প্রথম বিবাহ বিচ্ছেদ নিয়েও কথা বলেছেন ওই টিকটক স্টার। আর দ্বিতীয় ভিডিওতে জানিয়েছিলেন, তিনি এখন আত্মহত্যা করতে চলেছেন।
তাঁকে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ ও দমকলে খবর দেওয়া হয় হোটেল কর্তৃপক্ষের তরফে। তারপরই তাঁকে নামিয়ে আনার প্রস্তুতি নেন দমকল কর্মীরা। কিন্তু আরমান নেমে আসতে রাজি নন। অবশেষে প্রায় ১৭ ঘণ্টা পর সোমবার সকালে নেমে আসতে রাজি হন তিনি। জানা গিয়েছে, ওই দম্পতি আহমেদাবাদ থেকে দিল্লী এসেছিলেন। গত বছর এই হোটেলেই কৃতিকাকে বিয়ে করেছিলেন আরমান।