ভারতীয় ক্রিকেট শিবিরে ধোনির পরবর্তী খুঁজতে মরিয়া। ঋষভ পন্থকে বরাবর সুযোগ দিয়ে সেই প্রস্তুতি চলছে। তবে সুযোগের ব্যবহার করতে বারবারই ব্যর্থ হচ্ছেন পন্থ। পাশাপাশি ধোনির অবসর নিয়েও চলছে দোটানা। জল্পনা চলছে অহরহ। এবার ধোনির অবসর নিয়ে মুখ খুললেন যুবরাজ সিং।
তিনি বলেছেন, ‘মাহির অবসর নিয়ে এত চর্চা ঠিক নয়। ওকে সময় দিতে হবে। ওর উপরেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছেড়ে দেওয়া হোক। ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির অবদান প্রশ্নাতীত। তাই ওর মতো এত বড় মাপের ক্রিকেটারের অবসর নিয়ে প্রত্যেকদিন আলোচনার প্রয়োজন নেই।’
মহেন্দ্র সিং ধোনির বিকল্প হিসাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ঋষভ পন্থকেই ভাবছেন। কিন্তু বিশ্বকাপের পর ঋষভ একেবারেই ফর্মে নেই। উইকেট ছুঁড়ে দিয়ে খোদ কোচ রবি শাস্ত্রীর ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে ঋষভের পাশে দাঁড়িয়ে যুবি বলেছেন, ‘ওর বয়স কম। ভুলভ্রান্তি হতেই পারে। কিন্তু এই মুহূর্তে কোহলি ও কোচ রবি শাস্ত্রীর ওকে সাপোর্ট দেওয়া দরকার। সমালোচনা করে সমস্যার কোনও সমাধান হবে না। বরং সমস্যার গভীরে ঢুকে সেটা মেটাতে হবে। সেই কাজটা কি কেউ করছে? ধোনির সঙ্গে পন্থের তুলনা টানা ঠিক হচ্ছে না। অহেতুক ওর উপর চাপ বাড়ানো হচ্ছে।’