জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ হওয়ার পর থেকেই কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলে সোচ্চার হয়েছিল পাকিস্তান। যার ফলে কাশ্মীর নিয়ে বৈঠক হয়েছিল রাষ্ট্রপুঞ্জেও। এরপরও তাঁরা যে সম্পূর্ণ ব্যর্থ, তা এক কথায় মেনে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, ভারতের উপর এই ইস্যুতে কোনও চাপই তৈরি হয়নি। এ জন্য হতাশাও প্রকাশ করেছেন তিনি।
৩৭০ ধারা নিয়ে ভারতের বিরুদ্ধে সরব হয়ে আন্তর্জাতিক মহলকে দিল্লীর বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য বারবার তদ্বির করেছে পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইমরান খান যেখানেই গিয়েছেন তুলে ধরেছেন কাশ্মীর ইস্যু। তবে তা একেবারেই বিফলে গিয়েছে। বরং বিশ্বের নানা প্ল্যাটফর্মই সন্ত্রাসের প্রশ্নে পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছে। একইসঙ্গে পাশে দাঁড়িয়েছে ভারতের।
নিজেদের ব্যর্থতার কথা এ বার নিজে মুখে স্বীকার করে নিলেন পাক প্রধানমন্ত্রী। এদিন একটি সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ও রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের দূত মালীহা লোধির সামনেই এমন মন্তব্য করেন ইমরান। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনের ফাঁকে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক মহলের উপর আমি হতাশ। যদি আশি লক্ষ ইউরোপীয়, এমনকী আটজন আমেরিকানকেও বাধার মুখে পড়তে হত, তাহলেও কী এমনটাই হত? আমরা চাপ চালিয়ে যাব। সেখানে ৯ লাখ বাহিনী কী করছে? কার্ফু তুলে নেওয়া হলে সেখানে কী হতে চলেছে তা ঈশ্বরই জানেন।’