আসামে এনআরসির পরেই গোটা দেশজুড়ে উদ্বেগের ছায়া নেমে এসেছে। এরমধ্যেই রাজধানীতেও জাতীয় নাগরিকপঞ্জির দাবি তুলেছিলেন উত্তর-পূর্ব দিল্লির সাংসদ তথা দিল্লী বিজেপি-র প্রধান মনোজ তিওয়ারি। তিনি দাবি করেছিলেন, এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে। সম্প্রতি দিল্লীতে অপরাধের বাড়বাড়ন্তের জন্য ‘শরণার্থী উদ্বাস্তু’দেরই দায়ী করে মনোজ তিওয়ারি বলেছিলেন, ‘পরিস্থিতি ক্রমশই বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে। বেআইনি শরণার্থীরা এখানে ভিড় করছেন, তাঁরাই সবচেয়ে বিপজ্জনক।’
এবার তিওয়ারির মন্তব্যের বিরোধিতা করে তাঁকে পাল্টা কটাক্ষ করলেন দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। বুধবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘দিল্লীতে যদি এনআরসি চালু হয়, তাহলে সবার প্রথম মনোজ তিওয়ারিকেই রাজধানী ছাড়তে হবে।’
এর আগে মনোজের মন্তব্যের সমালোচনা করেছিল কংগ্রেসও। টুইটার হ্যান্ডেলে কংগ্রেসের তরফে জানানো হয়, ‘মনোজজির জন্ম বিহারের কৈমুরে। পড়াশোনা উত্তরপ্রদেশের বারাণসীতে। কাজ করেছেন মহারাষ্ট্রের মুম্বইয়ে। উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। দ্বিতীয়বার ভোটে লড়েন দিল্লী থেকে- তিনিই এখন দিল্লী থেকে শরণার্থী উদ্বাস্তু তাড়ানোর কথা বলছেন। এর চেয়ে বড় পরিহাস আর কী হতে পারে!’