দিল্লী মুম্বইয়ের তাবড় তাবড় প্রতিষ্ঠানকে টেক্কা দিল মমতার বাংলা। পিএইচডি’তে নাম নথিভুক্তকরণে ২০১৮-’১৯ সালে রাজ্য থেকে গবেষণা করতে চেয়েছেন ১১ হাজার ৭৩১ জন। সর্বভারতীয় উচ্চশিক্ষার সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে এই তথ্য।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের খ্যাতি রয়েছে দেশব্যাপী। পিছিয়ে থাকে না আইআইটি বম্বে বা মুম্বই বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানও। রাজ্য থেকে যাদবপুর বা কলকাতা বিশ্ববিদ্যালয় তাদের সঙ্গে কিছুটা পাল্লা দিতে পারে। কিন্তু কে কোন প্রতিষ্ঠান থেকে পিএইচডি করতে চান, তা নির্ভর করে তাঁর বিষয়, গাইডের যোগ্যতা কিংবা পরিকাঠামোর উপর। তবুও রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে ভরসা রেখে পিএইচডি করার ক্ষেত্রে অনেক রাজ্যকে পিছনে ফেলে দিয়েছে বাংলা।
শিক্ষামহলের মতে, আগের চেয়ে রাজ্যে পরিকাঠামোগত অনেক পরিবর্তন হয়েছে। উন্নতি যেমন হয়েছে, তেমন মানও ভালো হয়েছে। প্রার্থীরা যেমন গাইড বা বিষয়ের রসদ চাইছেন, তা পাচ্ছেন। তাই পিএইচডি করার আগ্রহ ক্রমশ বাড়ছে। রাজ্য থেকে যে পিএইচডি’র প্রতি আগ্রহ রয়েছে, তা গত কয়েক বছর আগেও দেখা গিয়েছিল। সেবার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে বেশি গবেষণার থিসিস জমা পড়েছিল কেন্দ্রীয় পোর্টালে।