যোগীর রাজ্যে শিক্ষাব্যবস্থার অবস্থা একেবারেই তথৈবচ। এমনিতেই সেখানে শিক্ষার মান তলানিতে, তার উপর এদিন উত্তরপ্রদেশের মোরাদাবাদের একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের ৫ ছাত্রের ব্যাগ থেকে বেরলো ছুরি, লোহার চেন এবং খেলনা বন্দুক। মোবাইল গেম পাবজির প্রভাবেই স্কুলে এই সব জিনিসপত্র নিয়ে এই পড়ুয়ারা আসে বলে জানা গিয়েছে। সেই পাঁচজনকেই এক সপ্তাহের জন্য সাসপেন্ড করেছে স্কুল কর্তৃপক্ষ।
জানা গেছে, স্কুলে ছুরি, লোহার চেন ও বন্দুক নিয়ে এসে ধরা পড়ে সপ্তম ও অষ্টম শ্রেণীর পাঁচজন ছাত্র। পাবজির নেশায় এরা রীতিমতো আক্রান্ত বলে জানা গিয়েছে। পাঁচ ছাত্রের বাড়ির লোকেদের ডেকে গোটা বিষয়টি জানানো হয়। এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে এদের স্কুল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ ব্রিজেশ কুমার।
স্কুলের পড়ুয়াদের মধ্যে পাবজির মাত্রাতিরিক্ত নেশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। অনলাইন গেমের প্রভাবে অনেক অপরাধমূলক কাজ করার প্রবণতাও বেড়ে যায়। কিছুদিন আগে বাবা পাবজি খেলায় বাধা দেওয়ায় নিজের বাবাকেই খুন করে ফেলে এক কিশোর। আর এরমধ্যেই পাবজি নিয়ে ফের আরও এক ঘটনা ঘটায় উদ্বিগ্ন প্রশাসন।