ন্যু ক্যাম্পে ভিয়ারিয়ালের বিরুদ্ধে মাঠে নেমে জয় ছিনিয়ে নিল বার্সালোনা। তবে সেই জয়ের রাতে কিছুটা অস্বস্তি বাড়ল বার্সেলোনার অন্দরে। দলের অন্যতম ভরসার মুখ লিওনেল মেসির চোটে ভাবিত বার্সা। থাইয়ে চোট পেয়ে দলের বাইরে চলে গেলেন তিনি। এদিনের ম্যাচে পুরো সময় খেলতে পারলেন না তিনি।
চলতি মরসুমের বেশির ভাগ সময়েই কাফ মাসলের চোটের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে আর্জেন্তাইন মহাতারকাকে। মঙ্গলবার লা লিগায় প্রথম মাঠে নামেন মেসি। সেই ম্যাচে বার্সেলোনা ২-১ হারাল ভিয়ারিয়ালকে। কিন্তু, এমনকি আর্জেন্তাইন মহাতারকার চোট নিয়ে চিন্তিত বার্সা কোচ এর্নেস্টো ভালভার্দেও।
ম্যাচের শেষে ভালভার্দে বলেছেন, ‘‘ওর চোট গুরুতর নয় বলেই মনে হচ্ছে। তবে মেসিকে নিয়ে আমরা ঝুঁকি নিতে চাইনি।’’ ম্যাচের প্রথমার্ধ মাঠে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মেসির পরিবর্তে ডেম্বেলেকে নামানো হয়। মেসির থাইয়ের চোট চিন্তা বাড়াল ভক্তদের মনে।
লা লিগায় বার্সেলোনার পরের ম্যাচ গেতাফের বিরুদ্ধে। পরের সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সা। ফলে মঙ্গলবার ভিয়ারিয়ালের বিরুদ্ধে চোট পাওয়ায় মেসিকে বেশি ক্ষণ মাঠে রাখার সাহস দেখাননি বার্সা কোচ। পরের ম্যাচগুলোর আগে পুরোদস্তুর সুস্থ হয়ে উঠলে শুরু থেকেই ভালভার্দে নামাতে পারেন মেসিকে।