কলকাতা লিগ শুরুর আগে ইস্ট বেঙ্গলের কোচ আলেজান্দ্রো বলেছিলেন, ‘এটা আমার কাছে আই লিগের প্রস্তুতি টুর্নামেন্ট। পরীক্ষানিরীক্ষা চলবে।’ সেই কথা মতোই গোটা লিগে এক্সপেরিমেন্ট করতে করতে খেতাবের মুখে ইস্ট বেঙ্গল। তাই আলেজান্দ্রো তাঁর ঘোষিত নীতি থেকে সরে এসে মহমেডান ম্যাচের আগের দিন ‘অন ফিল্ড’ প্র্যাকটিস করাচ্ছেন। মঙ্গলবারও তিনি দুই ঘণ্টা ব্যস্ত থাকলেন প্র্যাকটিসে। আসলে প্রাপ্ত সুযোগ তিনি হাতছাড়া করতে চাইছেন না।
ইস্ট বেঙ্গল কোচ জানেন, গোল করার জন্য দক্ষ স্ট্রাইকারের অভাব আছে দলে। সেই জন্যই তিনি সেট পিসে বাজিমাত করতে চাইছেন। মঙ্গলবার তিনি লালরিনডিকা ও রোয়েপুইয়াকে দিয়ে কর্নার ও ফ্রি-কিক মারালেন। হুয়ান কর্নার নিলেন শেষ দিকে। অনুশীলনে বোরহা ও ক্রেসপিকে রক্ষণে রেখে পিন্টু মাহাতা, বিদ্যাসাগর সিং, সামাদদের দিয়ে প্রচুর ক্রস তোলালেন মার্কোসের জন্য। স্প্যানিশ স্ট্রাইকার মার্কোস হেডে বেশ দক্ষ। কিন্তু মহমেডান রক্ষণে করিম ওমালাজার মতো একজন ভালো হেডার থাকায় বোরহা-ক্রেসপিদের রক্ষণে রেখে এই অনুশীলন আলেজান্দ্রোর। আই লিগের আগে এই প্রতিযোগিতাটি জিততে তিনি এখন মরিয়া।