বহিরাগতদের হাতে আক্রান্ত দক্ষিণ ২৪ পরগনার সরিষা শিশুরাম দাস কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। ছাত্রীদের উদ্দেশ্যে কটুক্তির প্রতিবাদ করায় ওই বহিরাগতদের দ্বারা আক্রান্ত হয়েছেন ছাত্র পরিষদের ৪ সদস্য। আজ দুপুরে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য দেখা যায় কলেজে।
এদিনের সংঘর্ষের ঘটনায় গুরুতর জখম হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ৪ ছাত্র। আহতদের নাম শাকিল আহমেদ, জাকারিয়া শেখ, রাকেশ খান, হবিবুর শেখ। তাঁরা সকলেই দ্বিতীয় বর্ষের ছাত্র। জানা গিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন আহতরা। অভিযোগ, তাঁদেরকে লাঠি, বাঁশ, রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। পড়ুয়াদের দাবি, অবিলম্বে কলেজের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে।
গতকাল শিশুরাম দাস কলেজের কয়েকজন প্রথম বর্ষের কয়েকজন ছাত্র কলেজের ছাত্রীদেরকে কটূক্তি করে। এরপর ওই ছাত্রীরা কলেজের তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের সদস্যদের গোটা বিষয়টি জানায়। এরপর তাঁরা প্রথম বর্ষের অভিযুক্ত ছাত্রদেরকে সতর্ক করে দেয়। সেদিনের মতো সমস্যা মিটে যায়। কিন্তু বুধবার সকালে কলেজ খুলতেই প্রথম বর্ষের ছাত্ররা বহিরাগতদের নিয়ে কলেজের মধ্যে ঢুকে পড়ে। অভিযোগ, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বেধড়ক মারধর করে তারা। মুহূর্তে রণক্ষেত্র হয়ে ওঠে কলেজ চত্বর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি।