উর্মিমালা বসুর রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রশ্ন তুলে কুৎসিত আক্রমণে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাচিক শিল্পীকে ‘ধর্মান্ধ’ বলে কটাক্ষ করেন বিজেপি নেতা। বাবুল বলেন, ‘আপনি ধর্মান্ধ, আপনার ধর্ম বাম-বাদ’।
এই প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, ‘উর্মিমালা বসু এবং তাঁর স্বামী জগন্নাথ বসুকে আমি ব্যক্তিগতভাবে চিনি। ওনার বিরদ্ধে হওয়া কুরুচিকর মিমের জন্য ক্ষমা চেয়েছি। কিন্তু ওঁরা বোধহয় ধর্মান্ধ। ‘বাম-বাদে’ বিশ্বাসী হতেই পারেন। কিন্তু কেউ পক্ষপাতদুষ্ট না হলে, ওরকম মন্তব্য করে না। হঠাৎ প্রাসঙ্গিক হয়ে ওঠার জন্য বোধহয় মন্তব্য করেছেন। যদিও ওনাকে নিয়ে যা হয়েছে তার তীব্র বিরোধীতা করছি’।
যাদবপুর কাণ্ডে উর্মিমালা বসুর মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন এবং অসহনীয় বলে আখ্যা দেন কেন্দ্রীয় মন্ত্রী। বাচিক শিল্পীর মন্তব্যকে তীব্র ধিক্কারও জানিয়েছেন বাবুল। যাদবপুরের ছাত্রদের সমর্থনে কথা বলার জন্য উর্মিমালা বসুকে কটাক্ষ করার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অশালীন ভাষা ব্যবহারকারীদেরও এদিন আসানসোলে একহাত নেন কেন্দ্রীয় মন্ত্রী। হাবে-ভাবে বুঝিয়ে দেন যে তিনি এমন আচরণ মোটেই বরদাস্ত করবেন না।
উল্লেখ্য, বাবুলকাণ্ডে যাদবপুরের পড়ুয়াদের সমর্থন করায় বিশিষ্ট বাচিক শিল্পী উর্মিমালা বসুকে ‘বামপন্থীদের যৌনদাসী’ বলে আক্রমণ করা হয়। র থেকেই উর্মিমালা বসুর ট্রোলড হওয়া নিয়ে গর্জে উঠেছে রাজ্যের সংস্কৃতিমহল। মুখ খোলেন বাবুল সুপ্রিয়ও। প্রশ্ন তুলে দেন উর্মিমালা বসুর রাজনৈতিক মতাদর্শ নিয়েই।