আমার ভাই দেশের প্রধানমন্ত্রী হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে রেশন ব্যবস্থাকে বেসরকারি হাতে তুলে দিলে আমি চুপ থাকব। আমি তা মানব তো নয়ই, বরং এর বিরোধিতায় পথে নামব। পথে নামবে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশন। সোমবার মহাজাতি সদনে সংগঠনের বার্ষিক সম্মেলনে কেন্দ্রের গণবন্টন ব্যবস্থাকে ঠক এই ভাষাতেই সমালোচনা করলেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তথা নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী।
প্রসঙ্গত, গতকাল সম্মেলনের মূল আকর্ষণই ছিলেন মোদীর ভাই প্রহ্লাদ। তিনি বলেন, ‘পুজোর পর বড় মাপের আন্দোলন করবে সংগঠন।’ আজ, মঙ্গলবার তার দিনক্ষণ ঘোষণা হওয়ার কথা। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, “গণবন্টন ব্যবস্থাকে ক্রমশই বেসরকারি হাতে তুলে দিতে চাইছে কেন্দ্র। ‘ডাইরেক্ট বেসিফিট সিস্টেম’ রাজ্য সরকারগুলির ঘাড়ে তুলে দেওয়া হচ্ছে। ফলে সমস্যার সম্মুখীন হয়ে অনেক রাজ্যে গণবন্টন ব্যবস্থা কার্যত উঠে যেতে বসেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দরিদ্র মানুষ।’ এই নীতির বিরুদ্ধে যে সংগঠন সরব হবে, প্রহ্লাদের সুরেই এই একই কথা জানিয়েছেন তিনি।