২০১৭ সালের জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ করেছেন তিনি। তবে পূর্বসূরী বারাক ওবামার প্রতি তিনি যে মোটেও শ্রদ্ধাশীল নয়, তা আগেও বারবার স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ওবামার নোবেল পুরস্কার পাওয়া নিয়েও রাষ্ট্রপুঞ্জের বৈঠকে অসন্তোষ প্রকাশ করলেন তিনি। সেইসঙ্গে এই দাবিও করলেন যে, নিরপক্ষে ভাবে দেওয়া হলে, তিনিও অনেক কারণেই নোবেল পেতে পারেন!
প্রসঙ্গত, ২০০৯ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রাষ্ট্রপ্রধান হওয়ার সঙ্গে সঙ্গে ‘আন্তর্জাতিক কূটনীতিকে আরও শক্তিশালী করা এবং গোটা বিশ্বের মানুষের মধ্যে যোগাযোগ উন্নত করার’ জন্য বিশ্বের সবচেয়ে সম্মানীয় পুরস্কারটি তুলে দেওয়া হয় তাঁর হাতে। এই নিয়ে খোলাখুলিই এবার নিজের অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প।
তিনি বলেন, ওবামা রাষ্ট্রপতি পদে বসার সঙ্গে সঙ্গেই তাঁকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। কিন্তু ঠিক কী কারণে তিনি নোবেল পুরস্কার পেলেন তা তিনি নিজেও জানেন না। এ সম্পর্কে ওবামার কোনও ধারণাই ছিল না। শুধু তাই নয়। এরপরেই বোমা ফাটিয়ে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, অনেক কারণেই আমি নোবেল পেতে পারতাম, যদি তা নিরপেক্ষ ভাবে দেওয়া হত। কিন্তু তারা সেটি করে না।’