সামনে মহালয়া আর সেদিনেই সিএবি সহ ভারতের একাধিক আঞ্চলিক ক্রিকেট সংস্থাতে আছে অভ্যন্তরীণ নির্বাচন। আর সেই নির্বাচন ঘিরে কয়েকদিন ধরেই উত্তাল হয়ে আছে দেশের আঞ্চলিক ক্রিকেট মহল। আর তার আঁচ পড়েছে সিএবির অন্দরেও। যে নির্বাচন নিয়ে এত কিছু এবার সেটি ঘিরেই সংশয় দেখা দিয়েছে। নির্বাচনই হচ্ছে না সিএবিতে।
প্রসঙ্গত, সিএবি নির্বাচনে অ্যাপেক্স কাউন্সিলে একটি বাড়তি মনোনয়নপত্র জমা পড়লেও নির্বাচন হচ্ছে না। কারণ সোমবার পেশ করা নথি পরীক্ষার সময়ে এক্সসেলসিয়ার্স ক্লাবের প্রতিনিধি ভি কুমারের মনোনয়নপত্র রহস্যজনক কারণে বাতিল হয়ে যায়। এই নিয়ে সিএবি’তে অনেকেই বিস্মিত। ভি কুমার জানিয়েছেন, ‘আমি গত ১২ বছর ক্লাব প্রতিনিধি হিসাবে সিএবি’তে আছি। আমি জানি মনোনয়নপত্র কিভাবে পূরণ করতে হয়!’