মৃত্যুর পরেও শান্তি নেই। আগরতলা শ্মশানে দাহ করতে গেলে দিতে হবে আগের তুলনায় প্রায় দ্বিগুণ খরচ। এমন অবান্তর সিদ্ধান্তই নিয়েছে ত্রিপুরার বিজেপি সরকার।
সরকারি হাসপাতালে চিকিৎসার খরচ আগেই বেড়েছিল এবার বাড়ল শবদাহের খরচও। শুধু তাই নয় সরকার সিদ্ধান্ত নিয়েছে মাছ আমদানির ওপরেও নতুন করে শুল্ক বসবে।
কংগ্রেস নেতা গোপাল রায়ের অভিযোগ জন্ম, মৃত্যু আর জীবনধারণ এই তিনের ওপরেই খরচ বাড়িয়ে দিচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাধারণ মানুষ বহু সাধ করে মাত্র ১৭ মাসের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে ক্ষমতায় এনেছিলেন। বিজেপির জুমলা বাজিতে বিশ্বাস করে ওদের দেড় শতাংশ ভোটকে নিয়ে গিয়েছিলেন ৫০ শতাংশ ভোটে। ভেবেছিলেন হাল ফিরবে। কিন্তু মাত্র দেড় বছরেই নাভিশ্বাস উঠেছে জনগণের।