দুষ্কৃতীদের দৌরাত্ম্যে ফের খবরের শিরোনামে উঠে এল বিধাননগর পুরসভা। জানা গেছে, সেখানকার পুরনিগমের ডেপুটি মেয়র তথা স্থানীয় তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়কে খুনের হুমকি দেওয়া একটি পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আজ সকালে চোখে পড়ে এমন পোস্টার। বিধাননগর পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকা। আজ সকালে সেখানেই এলাকা জুড়ে চোখে পড়ে তৃণমূল নেতা তথা তাপস চট্টোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে পোস্টার।
স্থানীয় সূত্রের খবর, ওই ছাপানো পোস্টারে লেখা, “তাপস চট্টোপাধ্যায় মুর্দাবাদ”। আরও একটি পোস্টারে এরসঙ্গেই লেখা, “কিল তাপস চট্টোপাধ্যায়।” নতুনপাড়া এলাকার বিভিন্ন স্থানে এই পোস্টার মারা হয়েছে। এদিন সকালে পোস্টারগুলি নজরে আসতেই ডেপুটি মেয়রের ঘনিষ্ঠদের খবর দেন স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় নারায়ণপুর থানায়। কে বা কারা ওই পোস্টারগুলি মারল, তা খতিয়ে দেখছে পুলিশ।
তাপস চট্টোপাধ্যায় আগে ছিলেন সিপিএমে। সম্প্রতি তিনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তৃণমূলে যোগদান করেন। প্রসঙ্গত, এর আগেও গত মাসে ৬ আগস্ট বিধাননগরের ডেপুটি মেয়রের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। সেই ঘটনার সঙ্গে এই পোস্টারের কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে পুলিশের তরফে।