যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র যাওয়াকে কেন্দ্র করে অশান্তির যে আঁচ ছড়িয়ে পড়েছে, তার পক্ষে এবং বিপক্ষে নিজের বক্তব্য রেখেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নামী ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন প্রখ্যাত বাচিক শিল্পী ঊর্মিমালা বসু। তাকে নিয়ে নানা তির্যক মন্তব্য করা হয়েছে।
তিনি কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশে বলেছিলেন, “বাবুলের উচিত বাচ্চাগুলোর কাছে ক্ষমা চেয়ে নেওয়া”৷ আর এই মন্তব্যকেই হাতিয়ার করে তৈরি হয়েছে কুতসিত এক মিম। সেখানে ঊর্মিমালা বসুর ছবির নীচে লেখা হয়েছে, “কামপন্থীদের নতুন যৌনদাসী আত্মপ্রকাশ করলেন”।
এই মিম ছড়িয়ে পড়তেই লিখিতভাবে তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রখ্যাত কবি জয় গোস্বামী। বলেছেন, এই অপমান শুধুমাত্র একজন মানুষকে নয়, এক নারীকে করা হয়েছে। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে চমকপ্রদ মিম তৈরি হতে বিশেষ সময় লাগে না ইদানিং। তার মধ্যে হাসির রসদ যত না থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই প্রাধান্য পায় নিম্ন মানের তির্যক মন্তব্য এবং কোনও ব্যক্তিকে অপমান করার প্রত্যক্ষ তাগিদ।