ফিফার বর্ষসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে বেশ উত্তেজনা ছিল বেশ কয়েকদিন। সেরার দৌড়ে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ভার্জিল ফনডিক, মেসির মতো ফুটবল তারকারা। সোমবার মিলানে ফিফার বর্ষসেরা পুরস্কারে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন লিওনেল মেসি। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নিইন ফান্তিনো।
গত মরশুমে শুধুমাত্র লালিগা খেতাবের স্বাদ পেয়েছিলেন আর্জেন্তাইন মহাতারকা। চ্যাম্পিয়ন্সলিগের সেমিফাইনালে লিভারপুলের কাছে হার মানতে হয়েছিল বার্সেলোনাকে। কোপাদেলরে’র ফাইনালে ভ্যালেন্সিয়ার কাছে থেমেছিল মেসিদের বিজয়রথ। তা সত্ত্বেও শুধুমাত্র ব্যক্তিগত দক্ষতার ঝলকানিতে মিলানের মহামঞ্চে উদ্ভাসিত মেসি।
এর আগে পাঁচবার এই খেতাবের স্বাদ পেয়েছেন লিও মেসি (২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫)। গত মরশুমে কাতালন ক্লাবের জার্সিতে তাঁর ধারাবাহিক দুরন্ত পারফরম্যান্স অনেকের মন ভরিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ৫১টি গোল করেছেন মহাতারকাটি। ক্লাব ও দেশের হয়ে মোট ৫৮টি ম্যাচে ৫৪টি লক্ষ্যভেদ হয়েছে তাঁর। মেসির অ্যাসিস্টের সংখ্যা ২০। এই ঈর্ষনীয় গোলের গড় গত মরশুমে অন্য কারও ছিলনা।