ভ্যানিটি ব্যাগ বা অফিস ব্যাগ পর্যন্ত ঠিক আছে। কিন্তু ব্যাগের আকার তার থেকে বড় হলেই আর মেট্রোয় ওঠা যাবে না। মেট্রোয় জারি হতে পারে এমন নিষেধাজ্ঞাও। তবে সাধারণ দিনে নয়, পুজোর সময়। চতুর্থী থেকেই এই নিয়ম কার্যকর করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে এবার এই পথে হাঁটতে চলেছে কলকাতা মেট্রো রেল।
কর্তৃপক্ষের দাবি, পুজোর সময় সাধারণত অফিসকাছারি বন্ধই থাকে। তবুও যদি কেউ বড় ব্যাগ নিয়ে মেট্রোয় উঠতে যান, সেক্ষেত্রে তাঁকে আটকানো হবে। কারণ, পিঠের বা হাতের বড় ব্যাগ অনেকটা জায়গা নিয়ে নেয়। অন্য যাত্রীদের সমস্যা হয়। ভিড় সামাল দিতেই পুজোর দিনগুলোতে হিমশিম খেতে হয় রেল পুলিশকে। তাছাড়া ব্যাগের কারণে অনেক সময়ই দরজা বন্ধ হতে সমস্যা হয়।
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, ”পুজোর সময় অত্যধিক ভিড় হয় মেট্রোয়। যাত্রীদের সুবিধার কথা ভেবেই তাই বড় ব্যাগ নিয়ে এই সময় মেট্রোয় ওঠা যাবে না। তবে ছোট ব্যাগ নেওয়া যেতে পারে।”
ইতিমধ্যে জলের বোতল নিয়ে প্ল্যাটফর্মে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। পুজোর দিনগুলোয় সেই একই নিয়ম কার্যকর হতে চলেছে বড় ব্যাগের উপরও। এমনিতেই ভিড়ের মধ্যে ব্যাগেজ স্ক্যানারে ব্যাগ পরীক্ষা করা সম্ভব হয় না। তাছাড়া স্ক্যানারগুলোর অধিকাংশই খারাপ। তাই পুজোর ভিড়ে চোখে দেখাতেই ব্যাগের আকার বড় হলে, তা নিয়ে মেট্রো ওঠাতেই বাধ সাধছে কর্তৃপক্ষ। চতুর্থী থেকেই এই নিয়ম চালু হয়ে যাবে। কারণ, ওই দিন থেকেই পুজো উপলক্ষে বিশেষ পরিষেবা চালু করছে কর্তৃপক্ষ।